By
Published 2 Feb, 2025
Hindustan Times
Bangla ১২ বছর পর! বাড়ির সরস্বতী পুজোয় ছেলে মিশুকের সঙ্গে ধুতি-পাঞ্জবিতে সেজে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
বাড়ির সরস্বতী পুজোয় হলুদ-সাদা তাঁতের শাড়িতে দেখা মেলে অর্পিতা চট্টোপাধ্যায়ের।
পরনে হলুদ শাড়ি ও সবুজ ব্লাউজ, সঙ্গে সোনার গয়না, বাগদেবীর আরাধনায় অপরাজিতা আঢ্য।
হলুদ নয়, সরস্বতী পুজোর দিন নীলাম্বরী সাজে ধরা পড়েন মিমি চক্রবর্তী।
সরস্বতী পুজোয় হলুদ শাড়ি আর মেরুন ব্লাউজে দেখা মেলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের।
সরস্বতী পুজোয় সোনালী শাড়ি আর ব্লাউজে সেজে দেখা দেন পায়েল সরকার।
বাড়ির সরস্বতী পুজোয় হলুদ শাড়ি আর মেরুন ব্লাউজে দেখা মেলে রূপাঞ্জনা মিত্রের।
সরস্বতী পুজোয় সোনালী শাড়িতে সেজেগুজে ধরা দেন তনুশ্রী চক্রবর্তী।
নিজের বাড়িতে সরস্বতী পুজো করেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার।
আবাসনের সরস্বতী পুজোয় কালো শাড়িতে সেজে ধরা দেন রুকমা রায়।
বাড়িতে বাগদেবীর আরাধনায় গীতশ্রী ওরফে গীত রায়।
সরস্বতী পুজোয় ঊষসী রায় ও সুস্মিত মুখোপাধ্যায়।
সরস্বতী পুজোয় সবুজ ও সোনালির মিশেলে একটি শাড়িতে সাজেন শ্রুতি দাস।
বাড়ির পুজোয় কমলা রঙের শাড়িতে সেজে প্রিয়াঙ্কা মিত্র।