By
Published May 25, 2023

Hindustan Times
Bangla

তারকাদের জামাইষষ্ঠী।

নীল এবং তৃণা একদিন আগেই জামাইষষ্ঠীর ভুরিভোজ সারেন। 

অভিনেতার পাতে এদিন ছিল পোলাও, চিংড়ি মালাইকারি, মাটন, সহ নানা পদ। 

অনিন্দিতা রায় চৌধুরী এবং সুদীপ সরকারও এদিন বাড়ির সকলের সঙ্গে মজায় মেতে ওঠেন। 

চুঁচুড়ায় অভিনেত্রীর বাবার বাড়িতে চলে তাঁদের জামাইষষ্ঠীর অনুষ্ঠান। 

সৈরিতি বন্দ্যোপাধ্যায় এদিন তাঁর বর, এবং কন্যার ছবি পোস্ট করেন। 

পাঞ্জাবি নয়, বরং ঘরোয়া পোশাকেই জামাই আদরে মজেছিলেন রোহিত। 

ইমন চক্রবর্তীর বাবাই তাঁদের জন্য জামাইষষ্ঠীর আয়োজন করেন। 

মেয়ে জামাইকে তিনিই বরণ করেন। 

ঋদ্ধিমা ঘোষ এবং গৌরব চক্রবর্তী এদিন জুটি বেঁধে যান বাবার কাছে। 

সেখানে তিনিই তাঁদের সমাদরে বরণ করে জামাইষষ্ঠীর আয়োজন করেন। 

রূপসা চট্টোপাধ্যায়ও এদিন তাঁর হবু বরের সঙ্গে রেস্তরাঁয় গিয়ে জামাইষষ্ঠী পালন করেন। 

পাখার বাতাস দিয়ে জামাইকে বরণ করেন দেবলীনা কুমারের মা।