By Suman Roy
Published 25 Jan, 2023
Hindustan Times
Bangla
বাড়িতে খুব অশান্তি চলছে? বাস্তুশাস্ত্র বলছে, এ জন্য হয়তো দায়ী আপনার আয়না
বাড়ির কোনও কোনও জায়গায় আয়না লাগানো খুব অশুভ বলে মনে করা হয়। জেনে নিন, কী বলছে বাস্তুশাস্ত্র।
বাড়ির সব আসবাবের সঙ্গেই সুখ এবং সমৃদ্ধির সম্পর্ক আছে। এমনই মনে করে বাস্তুশাস্ত্র।
বাস্তুশাস্ত্রে আয়না অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস।
বাস্তুশাস্ত্র মতে, বাড়ির বেঠিক জায়গায় আয়না রাখলে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।
তাই জেনে নিন, কোথায় কোথায় আয়না রাখবেন, আর কোথায় রাখবেন না।
শোওয়ার ঘর
শোওয়ার ঘরে কখনও আয়না রাখবেন না। এতে অশান্তি বৃদ্ধি হওয়ার সমূহ আশঙ্কা রয়েছে।
শোওয়ার ঘরে আয়না বাস্তুদোষ সৃষ্টি করে বলেই মনে করা হয়।
শোওয়ার ঘরে আয়না রাখতে হলে তা অবশ্যই পর্দা দিয়ে ঢেকে রাখুন। না হলে সমস্যা হতে পারে।
কোন দিকে রাখবেন না?
বাড়ির, ফ্ল্যাটের বা ঘরের পশ্চিম এবং দক্ষিণ দিকে আয়না রাখবেন না। এটিকে অশুভ বলে মনে করা হয়।
কোন দিকে রাখবেন?
বাড়ির, ফ্ল্যাটের বা ঘরের উত্তর এবং পূর্ব দিকে আয়না রাখতে পারেন। এতে কোনও সমস্যা হয় না।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন: