দেশের অন্যতম সেরা বুদ্ধিমতী সুন্দরী এঁরা, রইল ১০ তাবড় IPS এবং IAS অফিসারের ছবি
বিহার ক্যাডারের IPS নভজ্যোত সিমি। সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি।
২০০০ সালে UPSC পরীক্ষায় চতুর্থ স্থান অর্জন করেছিলেন স্মিতা সবরওয়াল। দেশের সেবার জন্য তিনি IAS পদ বেছে নেন।
২০০৮ সালে UPSC পরীক্ষায় সফল হয়ে চাকরিতে যোগ দেন IAS সোনাল গোয়েল। তাঁর প্রথম পোস্টিং ছিল ত্রিপুরায় সহকারী কালেক্টর হিসেবে। বর্তমানে তিনি দিল্লির ত্রিপুরা ভবনে আবাসিক কমিশনারের পদে রয়েছেন।
কেরালার কোয়াট্টামের বাসিন্দা রেনু রাজ। ২০১৪ সালে UPSC পরীক্ষায় সফল হয়ে চাকরিতে যোগ দেন IAS রেনু রাজ।
২০১৫ সালে UPSC পরীক্ষায় শীর্ষে ছিলেন IAS টিনা দাবি। তাঁর স্বামী প্রদীপ গাওয়ান্দেও একজন IAS অফিসার।
২০১৮ সালে UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে IAS হন সৃষ্টি দেশমুখ। পরীক্ষায় পঞ্চম স্থান অধিকার করেছিলেন। তিনি একজন লেখিকাও বটে।
IPS মেরিন জোসেফ। বর্তমানে কেরালার কোল্লাম শহরের পুলিশ কমিশনার তিনি।
রাজস্থান ক্যাডারের অফিসার রিয়া দাবি। তিনি টিনা দাবির ছোট বোন। ২০২০ সালে UPSC পরীক্ষায় ১৫ তম স্থান অর্জন করেন।
প্রথম চেষ্টাতেই UPSC পরীক্ষায় উত্তীর্ন হন ঐশ্বর্য শেরওয়ান। রাজস্থানের চুরু জেলার বাসিন্দা তিনি। UPSC-র জন্য মডেলিং কেরিয়ার ছেড়ে দিয়েছিলেন তিনি।