Hindustan Times
Bangla

অ্যাভেঞ্জারস যদি ভারতে হত! 'কৃষ' থেকে 'শক্তি', সেরা সুপারহিরোদের মধ্যে কারা থাকত

ভারতের সর্বকালের সেরা সুপারহিরোদের তালিকায় অত্যন্ত জনপ্রিয় 'শক্তিমান'। মুকেশ খান্না অভিনীত শক্তিমান একজন অতিমানব। তমরাজ কিলভিশন তাঁর প্রধান শত্রু।

হৃতিক রোশন অভিনীত 'কৃষ'। এটিও একটি অতিমানবীয় চরিত্র।

২০১১ সালের একটি ভারতীয় বিজ্ঞান কথা-সাহিত্য সুপারহিরো  রা.ওয়ান। এই চরিত্রে অভিনয় করেছিলেন শাহরুখ খান।

পৌরাণিত ইচ্ছাধারী নাগ দ্বারা অনুপ্রাণিত চরিত্র 'নাগরাজ'। তাঁর রক্ত পৃথিবীর অন্যান্য যে কোনও সাপের থেকেও বেশি বিষাক্ত।

'ডোগা' চরিত্রটি অত্যন্ত শক্তিশালী।  উন্নত পেশী, মার্শলস আর্ট ইত্যাদি জানে। এমনকি কুকুরের সঙ্গে কথাও বলতে পারে সে। 

'ইন্সপেক্টর স্টিল'ও এক নামী সুপারহিরো চরিত্র।

দেবী দুর্গার শক্তির কথা মাথায় রেখে এই 'দেবী' চরিত্র তৈরি করা হয়েছে।

আংশিক মানব এবং আংশিক নেকড়ে চরিত্র 'ভেড়িয়া'। 

দেবী কালির থেকে শক্তিপ্রাপ্ত, প্রধানত মহিলাদের সঙ্গে অপরাধের বিরুদ্ধে লড়াই করে এই সুপারহিরো চরিত্র 'শক্তি'।