By Abhisake Koley
Published 1 Mar, 2024
Hindustan Times
Bangla
টেস্টে সব থেকে বেশি উইকেট, ওয়ালসকে টপকে সাতে লিয়ন, চোখ রাখুন সেরা ১০-এ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ৪ উইকেট নিয়ে কিংবদন্তি ওয়ালসকে টপকে যান নাথান লিয়ন।
১. টেস্টে সব থেকে বেশি ৮০০টি উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার মুথাইয়া মুরলিধরন।
২. অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন নিয়েছেন ৭০৮টি উইকেট।
৩. ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন নিয়েছেন ৬৯৮টি উইকেট।
৪. ভারতের অনিল কুম্বলে নিয়েছেন ৬১৯টি উইকেট।
৫. ইংল্যান্ডের স্টুয়ার্ট ব্রড নিয়েছেন ৬০৪টি উইকেট।
৬. অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাকগ্রা নিয়েছেন ৫৬৩টি উইকেট।
৭. অস্ট্রেলিয়ার নাথান লিয়ন নিয়েছেন ৫২১টি উইকেট।
৮. ক্যারিবিয়ান কিংবদন্তি ওয়ালস নিয়েছেন ৫১৯টি উইকেট।
৯. রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ৫০৭টি টেস্ট উইকেট।
১০. দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন নিয়েছেন ৪৩৯টি উইকেট।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন