Hindustan Times
Bangla

শাড়ি-সালওয়ার তো বটেই, জিন্স-ফর্মালের সঙ্গেও পরা যায় নোজপিন! দেখুন ট্রেন্ড

বেশ কয়েক বছর ধরেই নাকছাবির ট্রেন্ডটা তৈরি হয়েছে।

বাঙালির ঐতিহ্যবায়ী গয়না নথ বা নাকছাবি।  ট্র্যাডিশনাল আউটফিটের সঙ্গে অবশ্যই নথ বা নাকছাবি পরা যায়। 

সময়ের সঙ্গে সঙ্গে মেয়েরা নিজেদের গয়না বদলে নিয়েছেন। এখন আর ভারী সোনার গয়না পরতে পছন্দ করেন না অনেকেই। নাক ফুটো করেন না সবাই। 

ফলস নথ কিনতে পাওয়া যায় বাজারে। অর্থাৎ, যাঁদের নাকের ফুটো নেই তাঁরাও শখ পূরণ করার জন্য এই নথ কিনে পরতেই পারেন।

পাথর, সোনার পাশাপাশি  অক্সিডাইজ বা সিলভার রেপ্লিকার নানা ডিজাইনের নোলক, নাকফুল কিনতে পাওয়া যায়। 

ওয়েস্টার্ন ক্যাজুয়ালের সঙ্গে বা ফিউশন লুকের সঙ্গেও এই নাকছাবি বা নোলক পরা যায়।

ছোট ফুল, পাতা-হরেক রকম ডিজাইন। তাক লাগছে স্টোনের নাকছাবিও। লাল, সবুজ পাথর বসানো নাকছাবি। সানিয়া মির্জার নোজরিং এক সময় নজর কেড়েছিল।  

শাড়ি-সালওয়ার তো বটেই, জিন্স-ফর্মালের সঙ্গেও নাকে একটা নোজপিন এখন ট্রেন্ড।