Hindustan Times
Bangla

হাতের সঙ্গে পায়েও পরুন মেহেন্দি, রইল বেশ কিছু ট্রেন্ডি ডিজাইন

এখন বিয়ের মরশুম। কী ধরনের ডিজাইন থাকবে পায়ে। রইল টিপস-

পেইসলে ডিজাইন: বিশেষ করে ইদের দিনে জন্য এই মেহেন্দি ডিজাইন খুব প্রচলিত। কিছুটা মোঘল স্থাপত্য অনুপ্রাণিত এটি। নকশা সূক্ষ কাজে ঠাসা। সঙ্গে নানান প্যাটার্ন। 

ফ্লোরাল: অল্প বয়সীদের জন্য ছোট বড় নানা ফুলের নকশা বেশ মানানসই। 

মান্ডালা ডিজাইন: সুক্ষ কাজে ঠাসা। মাঝে মধ্যে মোটিফ। এটাই মান্ডালা মেহেন্দি আর্টের বৈশিষ্ট্য। 

ব্রাইডাল: পায়ের ধার ঘেঁষেও থাকবে মেহেন্দি। পায়ে আলতার বদলেই মেহেন্দি। সূক্ষ কারুকাজ। যেন রাজকীয়।

নতুন কনের জৌলুস বাড়িয়ে দেয় একটা পারফেক্ট মেহেন্দি ডিজাইন।