Hindustan Times
Bangla

কালো হয়ে গেছে পায়ের রুপোর রিং? সহজে পরিষ্কার করুন এই ঘরোয়া উপায়ে

যদি কিছু জরুরি ঘরোয়া উপায় জানা থাকে, তা হলে সহজেই রুপোকেও চকচকে রাখা যায়। এ সব উপাদান সহজলভ্য ও পকেটসই। 

জেনে নিন কী ভাবে সহজেই রুপোর পায়ের আংটো জিনিসকে রাখবেন একেবারে নতুনের মতো-

রুপোর জিনিসকে ঝকঝকে রাখতে কাপড়ে সামান্য টুথপেস্ট নিয়ে তা ঘষে দিন। খানিক ক্ষণ রেখে দিয়ে ভালো করে ধুয়ে নিন রুপোর সামগ্রী। নিমেষে কালো ভাব দূর হবে।

পুরনো রুপোকে সহজেই চকচকে করতে এই পদ্ধতি অবলম্বন করুন। একটি গোটা লেবুকে কেটে বীজ বার করে নুনের মধ্যে ফেলে রাখুন। এ বার তা দিয়ে রুপোর জিনিস ঘষে দিন। তা হলেই নতুনের মতো দেখাবে রুপো।

বেকিং সোডা, পানি ও টেবিল সল্ট মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্ট রুপোর গয়নায় লাগিয়ে গয়নাটি একটি মুখবন্ধ বাটিতে রাখুন। ২৪ ঘণ্টা পর পরিষ্কার করে ফেলুন ঈষদুষ্ণ জল দিয়ে।

সাদা ভিনেগারে ১ ঘণ্টা ভিজিয়ে রাখুন রুপোর গয়না। এরপর উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে শুকনো করে মুছে নিন।