Hindustan Times
Bangla

এত সস্তায় Triumph-এর বাইক! কী কী ফিচার আছে এতে

বাজারে এল Triumph-এর নতুন বাইক Speed 400, যা তুমুল আলোচনায় রয়েছে।

আসলে এটি ট্রায়াম্ফ কোম্পানির সবচেয়ে সস্তা বাইক। যা বাজাজ কোম্পানির সহায়তায় তৈরি করেছে।

Triumph Speed 400-কে কোম্পানির তরফে আকর্ষণীয় স্টিট ফাইটার হিসেবে ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে রেট্রো রেয়ার ভিউ মিরর।

Triumph Speed 400-তে রয়েছে ৩৯৮ সিসি-র সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন।

এই ইঞ্জিন 8000 rpm-এ 40 bhp স্ট্রেন্থ এবং 6000 rpm-এ 37.5 nm টর্ক জেনারেট করে।

6 স্পিড গিয়ার বক্সের সঙ্গে যুক্ত গাড়ির ইঞ্জিন। রয়েছে স্লিপার অ্যাসিস্ট্যান্ট ক্লাচ। কোম্পানির দাবি, গাড়িটি 28 kmpl মাইলেজ দেবে।

নিরাপত্তার দিক থেকে বাইকের স্ট্যান্ডার্ড বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ডুয়াল ডিস্ক ব্রেক, ডুয়াল চ্যানেল ABS এবং ইঞ্জিন ইমোবিলাইজার।

Triumph Speed 400 লঞ্চ করেছে ২.৩৩ লাখ টাকায় (এক্স শো-রুম প্রাইস)।

Triumph Speed 400 সরাসরি Harley Davidson X440, Royal Enfield Classic 350 এবং Meteor 350 সঙ্গে প্রতিযোগিতা করবে।