Hindustan Times
Bangla

কোভিডকালে ট্রাম্পের 'মিরাক্যল ড্রাগ' HCQতে মৃত্যু  হয়েছে ১৭ হাজার জনের, দাবি নয়া গবেষণার

কোভিডকালে মারণ রোগে যখন গোটা আমেরিকা বিপর্যস্ত তখন আমেরিকানদের হাইড্রোঅক্সিক্লোরোকুইন খেতে পরামর্শ দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।

এই হাইড্রোঅক্সিক্লোরোকুইন বিশেষত ম্যালেরিয়ার ওষুধ। আর তাকেই কোভিডকালে সেবনের পরামর্শ দিয়েছিলেন ট্রাম্প। আর সেই ওষুধেই অন্তত ১৭ হাজার জনের মৃত্যু হয়েছে বলে দাবি নয়া গবেষণার।

ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন আমেরিকায় ২০২০ সালের ২৮ মার্চ এফডিএ এই ওষুধের ক্লিনিকাল ট্রায়াল চালুর জন্য অনুমতি দেয়। তাছাড়াও আপৎকালে এর ব্যবহারেও মেলে সম্মতি।

একটা সময় এক বিজ্ঞানী এই এইচসিকিউকে 'ম্যাজিক বুলেট' বলেও উল্লেখ করেন। এদিকে, ২০২০ সালের জুন মাসে এইচ সিকিউ-র ওপর আপৎকালীন ব্যবহারের অনুমতি সরিয়ে নেয়। 

ততদিনে এই ওষুধ ব্যবহার নিয়ে নানান নেতিবাচক লেখালিখি হতে থাকে নানান গবেষণা পত্রে।  এদিকে ফ্রান্সের এক নয়া গবেষণা পত্র দাবি করেছে এই এইসচিকিউ ১৭ হাজার জনের মৃত্যুর জন্য দায়ী।

গবেষণা বলছে, ২০২০ সালের মার্চ থেকে জুনের মধ্যে ওই এইচসিকিউ বিশ্বের যে ৬টি দেশে বিভিন্ন হাসপাতালে বিশেষ অসুস্থতা নিয়ে ভর্তি হওয়া রোগীদের দেওয়া হয়েছে, সেই ৬ টি দেশে ১৭ হাজার জনের মৃত্যু হয়েছে।

এই গবেষণায় ে ৬ টি দেশের কথা বলা হয়েছে, তা হল, স্পেন, মার্কিন যুক্তরাষ্ট্র, টার্কি, বেলজিয়াম, ফ্রান্স, ইতালি।