By Priyanka Bose
Published 2 Jun, 2023
Hindustan Times
Bangla
তুষার-গৃহে তারকা-পাত! কাপুর বাড়ির ছোট্ট খোকার জন্মদিনে হাজির সুপারস্টাররা
ছেলে লক্ষ্যর জন্মদিনে এলাহি আয়োজন করেছিলেন বলিউড অভিনেতা তুষার কাপুর। কচি-কাচাদের নিয়ে বার্থ পার্টির ব্যবস্থা করেছিলেন অভিনেতা।
পার্টিতে মেয়ে একতার ছেলেকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন জিতেন্দ্র।
বলিউডের প্রবীণ অভিনেতা জিতেন্দ্র পুত্র তুষার কাপুর। সিঙ্গেল ফাদার তুষার একা হাতে সামলান ছেলের সমস্ত দায়িত্ব।
তুষার পুত্রের বার্থ ডে পার্টিতে হাজির ছিলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ও
বলিউড স্টার কিড করিনা কাপুর খান এবং সইফ আলি খানের দুই ছেলে তৈমুর এবং জেহও এই পার্টিতে যোগ দিয়েছিলেন।
ভাইয়ের ছেলের জন্মদিন পার্টিতে হাজির প্রযোজক একতা কাপুরও
ন্যানির কোলে বন্ধু লক্ষ্যর জন্মদিন পার্টিতে হাজির স্টার কিড তৈমুরও
'সুপার মারিও' গেম সিরিজের থিমে সেজে উঠেছিল বার্থ ডে পার্টির জায়গা। বলিউডের আরও অনেক স্টার কিড এ দিন তুষার পুত্রের জন্মদিন পার্টিতে হাজির ছিলেন
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন