By Priyanka Bose
Published 6 Jun, 2023

Hindustan Times
Bangla

কৃষ্ণপ্রেম এক করে দিল ভারত আর রাশিয়াকে, গৌরব-চিন্তামণি যেন কলির রাধা-কৃষ্ণ

২০২২ সালে নতুন সম্পর্কে জড়িয়েছেন অভিনেতা গৌরব মণ্ডল। প্রেমে পড়েছেন বিদেশিনী চিন্তামণির।

টলিউডের পরিচিত অভিনেতা গৌরব মণ্ডল। অভিনেত্রী জেসমিন রায়ের সঙ্গে বিচ্ছেদের কিছুদিন পর নতুন সম্পর্কে জড়ান অভিনেতা।

শুধু প্রেমই নয় চিন্তামণি ডায়নাকে আংটি পরিয়ে সে বছরই সম্পর্ককে আরও একধাপ এগিয়ে রাখেন অভিনেতা।

কৃষ্ণপ্রেমে সিক্ত হৃদয় চিন্তামণির।  আসল বাড়ি রাশিয়া। ভালোবাসেন শাড়ি, নাচ আর ভারতকে।

দিল্লির বৃন্দাবনে প্রথম আলাপ গৌরব আর চিন্তামণির। দিল্লিতেই বাগদান সেরেছিলেন তাঁরা।  হাজির ছিল দুই পরিবারই।

সদ্য সম্পর্কের এক বছর উদযাপন করলেন দুজনে। 

বৃন্দাবন থেকে জুটির রোম্যান্টিক ভিডিয়ো প্রায়শই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।

কৃষ্ণপ্রেম এক করে দিল ভারত আর রাশিয়াকে। তাঁদের রোম্যান্টিক নাচের ভিডিয়ো মুগ্ধ করে ভক্তদের।