By Priyanka Bose
Published May 24, 2023
Hindustan Times
Bangla
প্রয়াত নীতেশ পাণ্ডে: থিয়েটার থেকে টেলিভিশন, বড় পর্দায় চুটিয়ে অভিনয়, ফিরে দেখা
আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে। মৃত্যুকালে বয়স হয়েছিল ৫১ বছর।
রূপালি গঙ্গোপাধ্য়ায়ের হিট টিভি শো ‘অনুপমা’য় ধীরাজ কাপুরের ভূমিকায় অভিনয় করার জন্য পরিচিত ছিলেন নীতেশ পাণ্ডে।
নাসিকের ইগাতপুরী অঞ্চলে শ্যুটিং করছিলেন অভিনেতা। সেই সময়ই আচমকা হৃদরোগে আক্রান্ত হন।
১৯৯০ সাল থেকে থিয়েটার জগতের সঙ্গে যুক্ত নীতেশ পাণ্ডে।
১৯৯৫ সালে ‘তেজস’ ছবিতে অভিনয় করেন তিনি। ছবিতে একজন গোয়েন্দা চরিত্রে অভিনয় করেন।
‘মঞ্জিলে আপানি’, ‘অস্তিত্ব... এক প্রেম কাহানি’, ‘সায়া’, ‘জুস্তজু’,এবং ‘দুর্গেশ নন্দিনি’র মতো ধারাবাহিকে কাজ করেছেন নীতিশ
‘ওম শান্তি ওম’, ‘দাবাং’, ‘খোসলা কা ঘোশলা’, 'মিকি ভাইরাস', 'শাদি কে সইড এফেক্টস', 'রঙ্গুন' এবং ‘বাধাই দো’-এর মতো ছবিতেও কাজ করেছেন অভিনেতা
প্রায় ২৫ বছর ধরে হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত ছিলেন অভিনেতা। ‘ড্রিম ক্যাসেল প্রোডাকশন’ নামে একটি স্বাধীন প্রোডাকশন হাউসও চালাতেন নীতেশ।
নীতেশ পাণ্ডের আচমকা প্রয়াণে শোকের ছায়া পরিবারে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন