Hindustan Times
Bangla

ফেটে পড়ছে হবু মা-র জেল্লা, রইল দিশার বেবি শাওয়ারের ছবি

 মা হতে চলেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দিশা পারমার। 

গায়ক রাহুল বৈদ্য ও দিশা সম্প্রতি ধুমধাম করে  বেবি শাওয়ার সেলিব্রেট করলেন।

দম্পতির পার্টির থিম ল্যাভেন্ডার ও গোলাপী রঙের।

ল্যাভেন্ডার রঙের   অফ শোল্ডার  একটি ওয়েস্টার্ন পোশাকে সেজেছিলেন হবু মা দিশা

২০২১ সালের জুলাই মাসে ধুমধাম করে বিয়ের পর্ব সেরেছিলেন দুজনে। বিয়ের দু-বছরের মাথায় দিশা অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেন।

বেবি শাওয়ারের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিশা লিখেছেন, ‘এই সুন্দর রাতের থেকে বেশি আমি আর কী চাইতে পারি?’

কাছের বন্ধু এবং ঘনিষ্ঠদের নিয়েই এ দিন সেলিব্রেশনে মেতে উঠেছিলেন হবু বাবা-মা