By Priyanka Bose
Published 24 Jun, 2023

Hindustan Times
Bangla

আইফেল টাওয়ারের নীচে মাখোমাখো রোম্যান্স মিষ্টি-রেমোর, রইল নব দম্পতির হনিমুন ডায়েরির ঝলক

বিয়ের একমাসের মাথায় হানিমুনে গিয়েছেন টলি অভিনেত্রী মিষ্টি সিং। হনিমুনের ডেস্টিনেশন বেছে নিয়েছেন প্রেমের শহর প্যারিস।

মিষ্টি-রেমোর মধুচন্দ্রিমার বেড়ানোর তালিকা বেশ লম্বা। শুরুটা দিদির বাড়ি প্যারিস থেকে। তারপর সুইজারল্যান্ড, আমস্টারডম, বার্সিলোনা। 

গত ১৮ই মে ধুমধাম করে বিয়ের পর্ব সেরেছিলেন মিষ্টি। পাত্র তাঁর দীর্ঘদিনের প্রেমিক রেমো দাস। 

১৪ বছর ধরে প্রেমের পর সাত পাকে বাঁধা পড়েন ‘আলতা ফড়িং’ ধারাবাহিকের অমৃতা ওরফে মিষ্টি সিং। 

ইউরোপেই হনিমুনটা সারছেন মিষ্টি-রেমো। ইউরোপ ডায়েরি থেকে একের পর এক ঝলক ভেসে উঠছে মিষ্টির ইনস্টাগ্রামের পাতায়।

আইফেল টাওয়ার নীচে দাঁড়িয়ে স্বামী রেমোর সঙ্গে একগুচ্ছ রোম্যান্টিক ছবি এবং ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী

‘আলতা ফড়িং’ শেষ হওয়ার পর এখনও নতুন প্রোজেক্টের কাজে হাত দেননি মিষ্টি।

মিষ্টি-রেমোর হনিমুনের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়