By Priyanka Bose
Published 3 Jul, 2023
Hindustan Times
Bangla
বাঙালি মেয়ের খ্রিস্টান ওয়েডিং, সৃজিতার বিয়ের ছবি যেন রূপকথার রাজ্যের
বিগ বস সিজন ১৬-এ জনপ্রিয়তা পান ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সৃজিতা দে। দীর্ঘ দিনের প্রেমিকের সঙ্গে রবিবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী।
বিদেশের মাটিতে বিয়ের পর্ব সেরে নিলেন বিগ বস ১৬ প্রতিযোগী। দীর্ঘদিনের প্রেমিক মাইকেল ব্লোম পাপের সঙ্গে ১ জুলাই খ্রিস্টান রীতি মেনে বিয়ে করেন।
জার্মানির এক চোখ ধাঁধানো চার্চে আজীবন একসঙ্গে পথ চলার শপথ নিলেন সৃজিতা-মাইকেল
বিয়ের দিন কাঁধখোলা সাদা গাউনে ঝলমলে লুকে ধরা দেন সৃজিতা।মাথায় আটকানো লম্বা সাদা ওড়না। হালকা মেক আপ আর সাজে পাওয়া গেল কনেকে।
মাইকেল বহম পেপের সঙ্গে বিগত তিন বছর সম্পর্কে রয়েছেন সৃজিতা। তিনি জার্মানির বাসিন্দা হলেও পেশার জন্য বর্তমানে থাকেন ভারতে।
২০২২ সালে প্যারিসের আইফেল টাওয়ারের সামনে সৃজিতাকে প্রপোজ করেছিলেন মাইকেল বহম পেপ।
পরস্পরকে স্বামী-স্ত্রী হিসাবে গ্রহণ করে পরস্পরের ঠোঁটে ঠোঁট রাখলেন সৃজিতা-মাইকেল। খ্রিস্টান মতে বিয়ের পর এই বছরের শেষেই বাঙালি মতেও বিয়ে করবেন তাঁরা।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন