By Priyanka Bose
Published 3 Jun, 2023
Hindustan Times
Bangla
শাড়িতে অপরূপা কপিলের অনস্ক্রিন স্ত্রী, রইল সুমনার সেরা ছবিগুলি
'দ্য কপিল শর্মা' শোতে কপিলের অনস্ক্রিন স্ত্রী সুমনা চক্রবর্তী বাস্তব জীবনে বেশ স্টাইলিশ।
সোশ্যাল মিডিয়ায় সাহসমী পোশাকে ছবি পোস্ট করে ঝড় তোলেন সুমনা। তেমনি শাড়ি লুকেও তিনি বেশ স্নিগ্ধ।
একাধিক সময় এই বাঙালি অভিনেত্রীকে শাড়ি পরে দেখা মেলে
আটপৌঢ়ে করে লাল শাড়ি পরেছেন সুমনা
হালকা গোলাপি রঙের শাড়িতে স্টাইলিশ লুকে অভিনেত্রী
ক্রিম রঙের শাড়িতে অপরূপা অভিনেত্রী
সৌন্দর্য প্রতিযোগিতাতেও অনেকবার অংশ নিয়েছেন তিনি। ২০০৫ সালে মিস মুম্বই প্রতিযোগিতার ফাইনালিস্ট ছিলেন।
২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিস পারফেক্ট প্রতিযোগিতায় অংশ নেন। সেখানে তিনি তৃতীয় স্থান অধিকার করেন।
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাজলের দূর সম্পর্কের বোন হন সুমনা।
বলিউডে তাঁর প্রথম ছবি ছিল আমির খান ও মনীষা কৈরালা অভিনীত সুপারহিট ছবি 'মন'। এই ছবিতে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল সুমনাকে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন