By Subhasmita Kanji
Published 10 Sep, 2023

Hindustan Times
Bangla

প্রথম দেখা ধারাবাহিকের সেটে, সেখান থেকে প্রেম

একই ধারাবাহিকে অভিনয় করতে গিয়ে প্রেমে পড়েছেন এমন বলি জুটিদের চেনেন? 

দিব্যাঙ্কা ত্রিপাঠী এবং বিবেক দাহিয়ার নাম সবার আগে বলা উচিত। 

ইয়ে জো মহব্বত হ্যায় ধারাবাহিকে কাজ করার সময় তাঁদের আলাপ হয়, সেখান থেকে প্রেম এবং বিয়ে।

রাম কাপুর এবং গৌতমী কাপুরের গল্পটাও কিন্তু তাই। 

এক ধারাবাহিকের সেটে তাঁদের আলাপ হয়। পরে সেই সম্পর্ক পরিণতি পায় বিয়েতে। 

গৌরী প্রধান এবং হিতেন তেজওয়ানির কুটুম্বের সেটে আলাপ হয় তারপর তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 

মানব গোহিল এবং শ্বেতা কাহানি ঘর ঘর কির শুটিং করতে গিয়ে কাছাকাছি আসেন। ২০০৪ সালে তাঁদের বিয়ে হয়। 

দেবিনা বন্দ্যোপাধ্যায় এবং গুরমীত চৌধুরীকে রামায়ণ ধারাবাহিকে দেখা গিয়েছিল। 

সেখান থেকেই তাঁদের সম্পর্কের শুরু এবং পরে বিয়ে। এখন তাঁদের দুই কন্যা সন্তান আছে। 

রবি দুবে এবং সরগুন মেহতা টেলি দুনিয়ার অন্যতম জনপ্রিয় জুটি। 

১২/২৪ করোল বাগ ধারাবাহিকে কাজ করার সময় তাঁদের সম্পর্কের শুরু পরে বিয়ে করে তাঁরা।