By Tulika Samadder
Published May 15, 2023

Hindustan Times
Bangla

জানেন এই দেশে লাল লিপস্টিক পরলে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে?

উত্তর কোরিয়ার শাসক কিম জং উন তাঁর অদ্ভুত নিয়ম আর একনায়কত্বের কারণে থাকেন খবরে। 

বিয়ে হোক বা পার্টি লিপস্টিক ছাড়া নারীদের সাজ অসম্পূর্ণ বলেই মানা হয়। তবে আপনি যদি নর্থ কোরিয়া যান তাহেল সাবধান। 

লাল লিপস্টিক

নর্থ কোরিয়া গেলে ভুলেও লাল লিপস্টিক ঠোঁটে লাগাবেন না। কারণ তা নিষিদ্ধ। 

নিষেধাজ্ঞার কারণ

উত্তর কোরিয়ায় লাল রং পুঁজিবাদের সঙ্গে জড়িত, তাই সেই রং ঠোঁটে দেওয়া চলবে না। 

হালকা রং

সে দেশের মেয়েরা শুধুমাত্র হালকা রংয়ের লিপস্টিকই ঠোঁটে দিতে পারেন। 

বিদেশী মেকআপ পণ্য নিষিদ্ধ করা আছে এই দেশে।

মেকআপ

চুল

ঠোঁটের মতো চুলেও লাল রং করা যাবে না। এটিকে হারাম হিসেবে ধরা হয়।

হেয়ার স্টাইল

নর্থ কোরিয়ার মেয়েদের চুল খোলা রাখার অনুমতি নেই। স্যালোঁতে ২৮-৩০টি হেয়ারস্টাইল কাটার অনুমোদন রয়েছে, যা সব মেয়েদের মেনে চলতে হয়। 

সব মেয়ে নিয়ম মেনে চলছে কি না তা দেখতে রাস্তায় টহল দেয় পুলিশ বাহিনী।