By Subhasmita Kanji
Published 29 Sep, 2023

Hindustan Times
Bangla

বাড়িতে সদ্য ফুটফুটে সদস্য এসেছে? তার নাম কী রাখবেন ভাবছেন? 

বেশি না খেটে সাহিত্যের পাতা থেকেই বেছে নিন এই সুন্দর-আকর্ষণীয় নামগুলি। 

রহস্য গল্প বলা ভালো, ফেলু মিত্তিরের ভক্ত হলে প্রদোষ নামটি রাখতেই পারেন। 

সত্যজিৎ রায়ের সৃষ্ট এই চরিত্রের নামে ছেলের নাম রাখলে সেটা মন্দ হবে না। 

রবি ঠাকুরের উপন্যাসের গোরা নামটা কিন্তু বেশ ইউনিক। 

অনেকেই এটাকে ডাকনাম হিসেবে রাখেন, কিন্তু খাতায় কলমেও এই নাম ব্যবহার করতে পারেন। 

হুমায়ূন আহমেদের তৈরি করা শুভ্র নামটিকেও সন্তানের নামের জন্য বাছতে পারেন। 

কথাশিল্পী শরৎচন্দ্রের শ্রীকান্তের সঙ্গে আলাপ নেই এমন বাঙালি কমই আছেন। 

এই নামটিকেও ছেলের নাম হিসেবে বাছতে পারেন। 

শেষের কবিতা উপন্যাসের অমিতের নামেও নাম রাখতে পারেন ছেলের। 

আপনি নিজে যদি ভীষণ অ্যাডভেঞ্চার প্রিয় হন, এবং চান সন্তানও তেমন তৈরি হোক তবে শঙ্কর নাম রাখতে পারেন। 

স্মরণজিত চক্রবর্তীর লেখা আলোর গন্ধ উপন্যাসের কিগান নামটি বড়ই ইউনিক। এই নামেও ছেলের নামে নাম রাখতে পারেন।