Hindustan Times
Bangla

নিজের কন্যা সন্তানের নাম দিতে পারেন বৈদিক মতে, নামের অর্থ জেনে নিন

বাবা-মা তাঁদের সন্তানের নাম রাখতে বেশ সংবেদনশীল হন, সন্তানের নামের ক্ষেত্রে তা অনন্য এবং তথ্যবহুল হওয়া প্রয়োজন

বাড়িতে ছোট্ট দেবদূত এলে বৈদিক হিসেবে নাম দিতেই পারেন। বেশ কিছু অনন্য এবং অর্থপূর্ণ বেশ কিছু বৈদিক নামের তালিকা রইল-

অন্তরা- এই নামের অর্থ অভ্যন্তরীন, আত্মা এবং হৃদয়ের সঙ্গে সম্পর্কিত। সঙ্গীতের ক্ষেত্রেও এর ব্যবহার আছে।

অহনা- এই নামের অর্থ 'সূর্যের প্রথম রশ্মি'। মেয়ের জন্য এই নামটি রাখতে পারেন আপনি।

মিরায়া- ভগবান  শ্রীকৃষ্ণকে নিবেদন করা এই নামটি খুব খুব সুন্দর এবং অনন্য এক নাম। 

চারভি- এই নামের অর্থ 'খুব সুন্দর'। আজকাল ট্রেন্ডে রয়েছে এই নাম।

আরভি- এই নামের অর্থ 'শান্তি'। 

তিস্যা- এই নামের অর্থ 'নক্ষত্র বা শুভ'। এই অনন্য নামটি আপনি আপনার মেয়ের জন্য রাখতেই পারেন।