By Sanjib Halder
Published 9 Dec, 2024
Hindustan Times
Bangla
সচিন তেন্ডুলকরের টেস্ট রেকর্ড ভাঙার কাছাকাছি পৌঁছে গিয়েছেন জো রুট।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত সেঞ্চুরি করেছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট।
টেস্ট ক্রিকেটে এটি ছিল জো রুটের ৩৬তম সেঞ্চুরি।
রানের নিরিখেও জো রুটের পকেটে এসেছে ১২৮৮৬ রান।
তার মানে সচিনের থেকে মাত্র তিন হাজার রান পিছিয়ে রয়েছেন রুট।
এখন রুট ও তেন্ডুলকরের মধ্যে তুলনা শুরু হয়ে গিয়েছে।
অনেকেই বলছেন তাহলে কি সচিনকে টপকে যাবেন রুট।
সচিন তেন্ডুলকর ১৫১টি টেস্ট ম্যাচে মোট ৩৯টি সেঞ্চুরি করেছিলেন।
জো রুট এখন পর্যন্ত ১৫১টি টেস্ট ম্যাচে ৩৬টি সেঞ্চুরি করেছেন।
সচিন ৪৯টি হাফ সেঞ্চুরি করেছিলেন এবং রুট করেছেন ৬৪টি হাফ সেঞ্চুরি।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন