By Priyanka Bose
Published 18 Jul, 2023

Hindustan Times
Bangla

মাসে কোটি টাকার উপরে রোজগার! উরফির একদিনের আয় শুনলেই চমকে উঠবেন

বিগ বস ওটিটি খ্যাত উরফি জাভেদ সোশ্যাল মিডিয়ায় তুমুল জনপ্রিয়। নিজের অদ্ভুত পোশাকের জন্য চর্চায় থাকেন তিনি। 

 কাটাফাটা পোশাকের জন্য ট্রোল হলেও, তিনি কিন্তু এসব বিষয় ভীষণ পেশাদার। নিন্দুকদের তোয়াক্কা করেন না উরফি। 

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে দিনে লাখ লাখ টাকা আয় করেন উরফি।

এক প্রতিবেদন এমনটাই দাবি করা হয়েছে, ডেইলি সোপের এপিসোড পিছু ২৫ হাজার টাকা থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত চার্জ করেন উরফি।

একাধিক রিপোর্ট অনুসারে, আনুমানিক হিসেব বলা হয়েছে দিনে ৬.৫০ লাখ টাকার বেশি আয় করেন উরফি।

এছাড়াও দাবি করা হয়েছে, মাসে প্রায় ২ কোটি টাকা আয় করেন উরফি জাভেদ। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ১৭২ কোটি টাকা।

কোলাবোরেশন এবং ব্র্যান্ড এনডোর্সমেন্ট, সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য প্রচুর টাকা চার্জ করেন। অভিনয়, মডেলিং, বিজ্ঞাপন এবং অন্যান্য সংস্থান থেকে উরফি প্রচুর টাকা উপার্জন করেন।

পোশাক নিয়ে নানা ধরনের পরীক্ষা-নিরীক্ষার করেন উরফি। সে জন্য নিন্দা এবং প্রশংসা দুই-ই জোটে। তবে ফ্যাশনই তাঁর প্রথম প্রেম জানিয়েছিলেন উরফি।