By Priyanka Bose
Published May 23, 2023
Hindustan Times
Bangla
সবুজ পালকের গাউনে উর্বশী, মজা করে জুটল 'টিয়া পাখি', 'পোকেমন' খেতাব
সবুজ রঙের পোশাকে সদ্য কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে ধরা দিয়েছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা
৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যালের সপ্তম দিনে উর্বশী রাউতেলাকে সবুজ ভারী পালকের গাউনে দেখা গিয়েছে। গাউনটি সবুজ পালক দিয়ে সাজানো
গাউনের সঙ্গে রূপোলি রঙের গয়নাও পরেছেন অভিনেত্রী। ডিজাইনার জিয়াদ নাকাদের স্প্রিং সামার ২০২৩ কালেকশন থেকে এই পোশাক বেছে নিয়েছেন অভিনেত্রী।
এই লুকের পাশাপাশি উর্বশী মাথায় সবুজ পালকের টুপিও পরেছেন। যদিও এই লুকের কারণ সোশ্যাল মিডিয়ায় প্রচুর ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী
এক নেটিজেন উর্বশীকে ট্রোল করে লিখেছেন, 'আমি জীবনে প্রথমবার এত বড় তোতাপাখি দেখলাম'।
কেউ কেউ উর্বশীর এই লুককে মাপেট ক্যারেক্টারের সঙ্গে তুলনা করেছেন
ডায়েট সাব্য পোকেমন প্রজাতির সসেপ্টাইলের সঙ্গে উর্বশীর এই লুকের তুলনা করেছেন
উল্লেখ্য, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ান অভিনেত্রী ভিক্টোরিয়া বনিয়া জিয়াদ নাকাদের এই গাউন পরেছিলেন।
ভিক্টোরিয়া তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডায়েট সব্যর ইনস্টা স্টোরি পুনরায় পোস্ট জানিয়েছেন, জিয়াদ নাকাদ তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, একজন ভারতীয় অভিনেত্রী তাঁর পরিধান করা পোশাক পরলে তিনি কিছু মনে করবেন কিনা, ভিক্টোরিয়াও রাজি হয়ে যান।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন