By Tulika Samadder
Published May 17, 2023

Hindustan Times
Bangla

কানে গোলাপি গাউনে উর্বশী, গলায় জড়ালেন 'টিকটিকি'

গোলাপি বল গাউনে কানের রেড কার্পেটে দেখা দিলেন উর্বশী রাওতেলা। 

চোখ ফেরানো যাচ্ছিল না 'সনম রে' নায়িকার থেকে। যদিও উর্বশীর কানের লুক নিয়ে ট্রোলিংও চলছে। 

চলতি বছর কানের মঞ্চে লঞ্চ হবে পারভিন বাবি-র বায়োপিকের ফটোকল। আর পরভিন চরিত্রে অভিনয় করেছেন উর্বশী। 

আপাতত কটাক্ষ চলছে নায়িকার গলায় থাকা এই টিকটিকির শেপের নেকপিসটি নিয়ে। 

কেন এহেন নেকপিস বাছলেন উর্বশী তা নিয়েই চলছে চর্চা। বানানো হয়ে গিয়েছে বেশ কিছু মিমও। 

ট্রোলের পরিমাণ বাড়তেই মুখ খুললেন নায়িকা। মিডিয়ার উদ্দেশ্যে শেয়ার করে নিলেন এই বার্তা। জানালেন 'ক্রোকোডাইল মাস্টারপিস নেকলেস'-এর সঙ্গে তাঁর ইমোশন জড়িয়ে আছে। 

আপনার কেমন লাগল উর্বশীর এই লুক?