Hindustan Times
Bangla

জানলে আর ফেলবেন না! কলার খোসার জল এভাবে চুলে লাগালেই ম্যাজিক

কলাতে উপস্থিত পটাসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বকের স্বাস্থ্যের জন্য ভালো। চুল মসৃণ করে। জেনে নিন কীভাবে তৈরি করবেন এই কলার খোসা ভেজানো জল। 

pexels

কয়েকটি কলার খোসা ১ গ্লাস জলে ভিজিয়ে রাখুন সারা রাত। তারপর ১০-১৫ মিনিটের জন্য কম আঁচে ফুটিয়ে নিন। 

pexels

এরপর কলার খোসাগুলো জল থেকে তুলে নিন। এবং ঘরের তাপমাত্রায় ঠান্ডা করুন।

pexels

ঠান্ডা হলে এই জল ছেঁকে নিতে হবে। তারপর পুরো চুলে দিয়ে আলতো করে ম্যাসাজ করুন। ২০ থেকে ৩০ মিনিট রেখে দিন।

pexels

আধা ঘণ্টা পর কুসুম গরম জল দিয়ে চুল ধুয়ে ফেলুন। শ্যাম্পু ও কন্ডিশনারও ব্যবহার করতে পারেন।

pexels

এই কলার খোসার জল সপ্তাহে দু'বার চুলে মালিশ করলে ভালো ফল পাওয়া সম্ভব।

pexels

এই জলটি এবার থেকে নিয়মিত তৈরি করুন এবং এখন থেকে কলার খোসা ফেলে না দিয়ে এভাবে চুলের যত্নে ব্যবহার করুন।

pexels