Hindustan Times
Bangla

এভাবে মাথায় ব্যবহার করুন জবা ফুল, টাকে ম্যাজিকের মতো গজাবে নতুন চুল

চুলের যাবতীয় সমস্যার সমাধান করতে পারে জবা ফুল। এটি চুলের নানা সমস্যার সমাধান করে। চুলের বৃদ্ধিতেও সাহায্য করে।

জবা ফুল চুল পড়া রোধ করা থেকে শুরু করে চুলের ফলিকল মজবুত করে। 

সঙ্গে জবা ফুলে থাকা অ্যামিনো অ্যাসিড চুলে কেরাটিন প্রোটিনের উৎপাদন বাড়িয়ে তোলে। যা চুলের জেল্লা বাড়ায়। 

জবা ফুল দিয়ে কীভাবে বানাবেন হেয়ার প্যাক?

জবা ফুল ও ডিম: ২টি জবা ফুল নিয়ে ভালো করে ধুয়ে নিন। এবার  মিক্সিতে দিয়ে পেস্ট করে নেবেন। তারপর সেই পেস্টের সঙ্গে একটা ডিম ফেটিয়ে নিয়ে তা পুরো চুলে লাগিয়ে নিন।  ২০-৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে একদিন ব্যবহার করলেই হবে।

জবা ফুল ও হেনা:  ৪ টি জবা ফুল, ৪ টি জবা পাতা নিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার তার সঙ্গে হেনা পাউডার মিশিয়ে দিন। পরিমাণমতো জল দেবেন। এই মিশ্রণ আপনার চুল ও স্ক্যাল্পে লাগিয়ে ১ ঘণ্টা রাখুন। তারপর শ্যাম্পু করে নিন।

অ্যালোভেরা ও জবা ফুল: অ্যালোভেরার নির্যাসের সঙ্গে জবা ফুলের পাপড়ি বাটা মিশিয়েও চুলে লাগাতে পারেন। এটি চুল পড়াকে রোধ করে। ২০ মিনিট মতো মেখে রেখে শ্যাম্পু করে নিলেই হবে।