Hindustan Times
Bangla

রাতে গোলাপ জল মুখে মাখার উপকারিতা কী? জানলে চমকে উঠবেন

রাতে গোলাপ জল মুখে লাগিয়ে ঘুমালো অদ্ভুত উজ্জ্বলতা আসে ত্বকে

গোলাপ জল থেকে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টগুলি অনেক উপকারি। রাতে প্রয়োগ করে ঘুমালে ত্বক ভালো রাখে

গোলাপ জল লাগিয়ে ঘুমালে মুখের কালো দাগ দূর হয়

গোলাপ জলের সঙ্গে সামান্য অ্য়ালোভেরা জেল মিশিয়ে নিন। রাতে ঘুমানোর আগে লাগিয়ে নিন। সকালে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন

সারারাত গোলাপ জল লাগিয়ে রাখলে মুখের অতিরিক্ত তেল দূর হয়। ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়

শুষ্ক ত্বকের জন্যও গোলাপ জল বিশেষ উপকারী। এটি ত্বককে হাইড্রেট রাখে

রাতে গোলাপ জল মুখে লাগিয়ে শুলে মৃত কোষ পরিষ্কার রাখে। অ্যান্টি এজিং প্রক্রিয়া ধীর হয়

ত্বক লাল হয়ে যাওয়া, জালাপোড়ার মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় গোলাপ জল মাখলে। এটি ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে