Hindustan Times
Bangla

কাঁচা দুধের সঙ্গে মেশান এই বিশেষ জিনিস, মুখ জ্বলজ্বল করবে

কাঁচা দুধ

কাঁচা দুধ মুখে লাগানো খুবই উপকারী। এটি ত্বকে প্রাকৃতিক ক্লিনজার হিসেবে কাজ করে। এছাড়াও এটি ত্বককে নরম ও চকচকে রাখে। 

কাঁচা দুধ কীভাবে লাগাবেন মুখে?

আসুন জেনে নেই, ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে কাঁচা দুধ ত্বকে লাগানোর উপায়গুলি-

হলুদ-কাঁচা দুধ

২ চামচ কাঁচা দুধে ১ চিমটে হলুদ মিশিয়ে নিন। এবার এই পেস্ট ১০ মিনিট মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। 

দুধ-গোলাপ জল

২ চামচ দুধে কয়েক ফোঁটা গোলাপ জল মিশিয়ে নিন। এবার তা দিয়ে আলতো হাতে মুখে ম্যাসাজ করে নিন। ১০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। 

মুলতানি মাটি

১ চামচ মুলতানি মাটিতে ৩-৪ চামচ দুধ মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। 

দুধ আর মধু

২ চা চামচ দুধে ১ চা চামচ মধু মিশিয়ে নিন। এর সঙ্গে কয়েক ফোঁটা লেবুর রসও মেশাতে পারেন। 

দুধ ও কফি পাউডার

১ চা চামচ দুধে ১ চামচ কফি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করে নিন। এটা খুব ভালো স্ক্রাবারের কাজও করবে। 

আমন্ডের ফেসপ্যাক

২ চামচ কাঁচা দুধে ১-২টি আমন্ড সারা রাত ভিজিয়ে রাখুন। এবার তা বেটে মুখে লাগান। এটাও ত্বককে উজ্জ্বল করবে।  

চন্দনের গুঁড়ো

উজ্জ্বল ত্বক পাওয়ার জন্য আমরা চন্দন গুঁড়ো আর কাঁচা দুধ মিশিয়ে ফেসপ্যাক মেশাতে পারেন। চমৎকার আভা আসবে মুখে।