Hindustan Times
Bangla

গ্রহণের সময় খাবারে তুলসী পাতা দেওয়া হয়ে থাকে। কিন্তু কেন জানেন? 

২৮ অক্টোবর এই বছরের শেষ চন্দ্রগ্রহণ হবে। অর্থাৎ লক্ষ্মীপুজোর দিন। 

এদিন বিকেল ৪ টে থেকেই শুরু হয়ে যাবে চন্দ্রগ্রহণ।

মনে করা হয় গ্রহণ শুরু হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত খাবার খাওয়া উচিত নয়। 

একই সঙ্গে এই সময় খাবারে তুলসী পাতা দেওয়া হয়ে থাকে। কিন্তু কেন জানেন? 

গ্রহণের সময় নেতিবাচক প্রভাব পড়ে সব কিছুর উপর। 

আয়ুর্বেদ মতে তুলসীর অনেক গুণ আছে।

তুলসী পাতা খাবারে দিলে তাতে কোনও জীবাণু আক্রমণ করতে পারে না। 

তাই খাবার ভালো রাখার জন্য এই সময় তাতে তুলসী পাতা দেওয়া হয়ে থাকে। 

তাই চন্দ্রগ্রহণ লাগার আগে তুলসী পাতা ছিঁড়ে খাবারে দি দেওয়া উচিত।