Hindustan Times
Bangla

দুর্গা পুজো তো প্রায় এসেই গেল, এখনও কিছু শপিং করেননি? কবে কী সাজবেন ভাবছেন? 

দেখুন উষসী রায় কী টিপস দিচ্ছেন। 

হালকা জাম রঙের সুতির শাড়ির সঙ্গে মফ বা বেগুনি ব্লাউজ দিয়ে এভাবে কোনও দিন সকালে সাজতেই পারেন। সঙ্গে টিপ আর ম্যাচিং গয়না। 

সপ্তমী বা ষষ্ঠীর আড্ডায় কিংবা বন্ধুদের সঙ্গে বেরোলে এমন হালকা ফাটাফাটি হবে বইকি! 

অষ্টমীর সকালে তাড়াহুড়ো করে স্নান সেরে অঞ্জলি দিতে যাওয়ার আগে এমন হালকা একটা শাড়ি আর স্নিগ্ধ সাজে সেজে ফেলুন চট করে। 

এটা পছন্দ না হলে বাছতে পারেন এটাও।

অষ্টমীর রাতে পরুন সাদা চিকনকারী শাড়ি এবং মেরুন বো ব্লাউজ। সঙ্গে হেভি মেকআপ এবং মানানসই গয়না।

নবমীর সকালে প্রিয় মানুষের সঙ্গে ডেট আছে? হোয়াট ঝুমকা ট্রেন্ডে ভেসে চটপট এমন সেজে ফেলুন। 

নবমীর জন্য বাছতে পারেন এমন একটা শাড়ি আর সাজ। 

দশমীর সকালে অফিস কলিগ বা পাড়ার বন্ধুদের সঙ্গে বেরোবেন? হালকা সাজে এমন সাজতেই পারেন।