By Priyanka Bose
Published 14 Feb, 2023

Hindustan Times
Bangla

ভ্যালেন্টাইন্স ডে-তে শোওয়ার ঘর সাজান এভাবে, মুহূর্তগুলি করে তুুলুন রঙিন

রঙিন কোনও থিমে সাজিয়ে ফেলুন বেডরুম

রোম্যান্টিক এ দিনে বেডরুম সুন্দর করে সাজানো থাকলে সঙ্গীর মন হয়ে ওঠে আরও রোম্যান্টিক

লাল রঙ ভালোবাসার প্রতীক, এই রঙে ঘর সাজালে মেজাজ হয়ে উঠবে আরও রোম্য়ান্টিক

এ দিনে শোওয়ার ঘরের সাজসজ্জায় অবশ্যই লাল গোলাপ ব্যবহার করুন, পরিবেশ আরও রোম্যান্টিক হবে

ঘরের কোণায় কোণায় মোমবাতি দিয়ে সাজাতে পারেন

সঙ্গীর সঙ্গে তোলা পুরনো ছবি দিয়ে ঘর সাজান, মুহূর্তগুলি সতেজ থাকবে

মেজাজ ভালো রাখতে ঘরের কোণে আবছা আলো ব্যবহার করুন