By Sritama Mitra
Published 12 Feb, 2025
Hindustan Times
Bangla
ভ্যালেন্টাইন্স ডে ২০২৫ কেমন কাটবে? রইল মেষ থেকে মীনের রাশিফল
মেষ: এই সময় আত্মবিশ্বাস বাড়বে। কাউকে প্রেম নিবেদন করার থাকলে সময় মন্দ নয়। বুঝে এগোতে হবে।
বৃষ:- দিনটি রোম্যান্টিক কাটবে। সঙ্গীর সঙ্গে সময় ভালো কাটতে পারে। সঙ্গীর সঙ্গে সম্পর্ক মজবুত করার সুযোগ পেতে পারেন।
মিথুন- রোম্যান্সের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। বুঝে শুনে কথা বলতে হবে।
কর্কট:প্রেমকে জোরদার করার সুযোগ আসতে পারে। আবেগ ব্যক্ত করতে পারেন। সঙ্গীর সঙ্গে আন্তরিকভাবে কথা বললে কিছু জট কাটতে পারে।
সিংহ- সঙ্গীর প্রতি আকর্ষণ অনুভব করবেন। প্রেম জোরদার হতেে পারে। সঙ্গীকে কোনও সারপ্রাইজ দিতে পারেন।
কন্যা:- মনের কথা খুলে বলুন সঙ্গীকে। দিনটি আপনার জন্য ভালো হতে পারে।
তুলা:- সঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও ভালো করার দিকে চেষ্টা করতে পারেন। সম্পর্ক মজবুত করার সম্ভাবনা তৈরি হতে পারে। সিঙ্গলদের ভালো সম্ভাবনা আসতে পারে।
বৃশ্চিক:- রোম্যান্স বাড়তে পারে। তাক লাগানো কোনও উপহার পেলেও পেতে পারেন।
ধনু: রোম্যান্স আর রোমাঞ্চ মিলে দিনটি খারাপ নাও কাটতে পারে। কেউ কেউ পেয়ে যেতে পারেন কাঙ্খিত সঙ্গীকে।
মকর: গভীর কোনও কথাবার্তা হতে পারে সম্পর্ক নিয়ে। সঙ্গী আপনার দ্বারা ইমপ্রে হতে পারেন।
কুম্ভ: রোম্যান্সে ভরপুর একটি দিন কাটতে পারে। আপনার সঙ্গীর থেকে কোনও ভালো উপহার পেতে পারেন।
মীন: সম্পর্ক আরও মজবুত হবে। আবেগঘন সময় কাটাতে পারেন সঙ্গীর সঙ্গে।