Hindustan Times
Bangla

ভালোবাসার দিবসে কেন লাল গোলাপ দেয় জানেন?

প্রেমের কবিতা, গল্পে বার বার ঘুরে ফিরে এসেছে লাল গোলাপের কথা। সৌন্দর্য, ভালোবাসার প্রতীক লাল গোলাপ

প্রেম নিবেদনের ভাষা হিসেবে লাল গোলাপের আবেদন চিরন্তন

ভালোবাসার ভাষা বুঝতে ও বোঝাতে পারে গোলাপ, তাই  সঙ্গীকে লাল গোলাপ দিয়ে নিজের ভালোবাসা প্রকাশ করুন

সঙ্গীকে বিশেষ অনুভব করাতে লাল গোলাপই সেরা বিকল্প

সঙ্গীর রাগ ভাঙাতে, সম্পর্ককে আরও মজবুত করতে লাল গোলাপ সাহায্য করবে

লাল গোলাপ দেওয়ার প্রথা অনেক বছর ধরে চলছে, আফ্রোডাইট, প্রেমের গ্রীক দেবীরও সংযোগ রয়েছে এর সঙ্গে

প্রেমের দেবী হিসাবে পরিচিত আফ্রোডাইট

পৌরাণিক কাহিনীতে আফ্রোডাইটকে সৌন্দর্য এবং কামুকতার দেবী হিসাবেও সংজ্ঞায়িত করা হয়েছে

বিশ্বাস করা হয়, গোলাপ উপহার দিলে জুটির মধ্যে মানসিক বন্ধন দৃঢ় হয়

লাল গোলাপ সম্পর্কে মধ্যে প্রেম এবং বিশুদ্ধতার প্রতীক হিসেবে চিহ্নিত