Hindustan Times
Bangla

দেশের প্রতিটি রাজ্যেই পৌঁছে যাবে বন্দে ভারত। শীঘ্রই এটাই হতে চলেছে বাস্তব।

সম্প্রতি ১৭তম বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয়েছে। আর তারপরেই এই লক্ষ্যের কথা জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। 

তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই লক্ষ্য স্থির করে দিয়েছেন। আগামী মাসের মধ্যে দেশের প্রতিটি রাজ্যে বন্দে ভারতকে পৌঁছে দিতে হবে আমাদের। 

ANI-কে দেওয়া সাক্ষাত্কারে অশ্বিনী বৈষ্ণব বলেন, 'প্রধানমন্ত্রী মোদী জুনের মধ্যে প্রায় সমস্ত রাজ্যে বন্দে ভারত পৌঁছে দেওয়ার লক্ষ্য স্থির করেছেন।'

তিনি জানান, ১০০ কিলোমিটারেরও কম দূরত্বের জন্য এবং নিত্যযাত্রীদের কথা মাথায় রেখে বন্দে মেট্রোর ডিজাইন করা হচ্ছে।

বৃহস্পতিবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুরী এবং হাওড়ার মধ্যে ওড়িশার প্রথম বন্দে ভারত ট্রেনের ফ্ল্যাগ অফ করেন। 

একইসঙ্গে প্রধানমন্ত্রী ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে ওড়িশায় ৮,০০০ কোটি টাকারও বেশি মূল্যের বেশ কয়েকটি রেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বর্তমানে পশ্চিমবঙ্গবাসীর দুই জনপ্রিয় রুট, উত্তরবঙ্গ ও পুরী, দুই দিকেই চলতে শুরু করেছে বন্দে ভারত।