By Tulika Samadder
Published 7 Jun, 2023

Hindustan Times
Bangla

সূর্যাস্তের পর এই ৫ জিনিস বাড়িতে আনলেই সর্বনাশ

হিন্দুধর্মে সূর্যোদয় ও সূর্যাস্ত সম্পর্কিত কিছু নিয়ম আছে। মনে করা হয়, সেগুলি মেনে চললে সংসারে আসে শান্তি ও উন্নতি। 

হিন্দুধর্মের বিশ্বাস অনুসারে, সূর্যাস্তের পর কিছু জিনিস ঘরে আনা অত্যন্ত অশুভ। 

বলা হয়, সেই সব জিনিস ঘরে তুললে আসলে রুষ্ট হন মা লক্ষ্মী। ফলে গৃহস্থের আর্থিক ক্ষতি হয়। 

দেখে নিন কী কী আনা ঠিক নয় সূর্য অস্ত যাওয়ার পর-

সূর্য অস্ত যাওয়ার পর দেবদেবীর ভাঙা মূর্তি বাড়িতে আনা অশুভ বলে মনে করা হয়। বরং, তাদের বাড়িতে আনার পরিবর্তে তাদের বের করে দেওয়া শুভ। 

সূর্য অস্ত যাওয়ার পর বন্ধ হয়ে যাওয়া দেওয়াল ঘড়ি ভুলেও বাড়ির ভিতরে আনা চলবে না। বিশ্বাস করা হয় যে, এটি সুখ ও সমৃদ্ধিতে বাধা দেয়। 

বাস্তু অনুসারে, সূর্যাস্তের পর জং পড়ে যাওয়া তালাও বাড়ির ভিতরে আনা চলবে না। এটি উন্নতি ও অগ্রগতির পথ রুদ্ধ করে। 

সূর্যাস্তের পর পুরনো সংবাদপত্র বাড়িতে আনাও উন্নতির পথে বাধা দেয়। এরকম করা থেকেও বিরত থাকুন। 

সূর্যাস্তের পর ঘরে কাঁটাযুক্ত গাছপালা আনা উচিত নয়। এতে অর্থনৈতি অগ্রগতি বাধাপ্রাপ্ত হয়।