By Priyanka Bose
Published May 20, 2023

Hindustan Times
Bangla

মা লক্ষ্মী আপনার অর্ধেক কষ্ট কমিয়ে দেবেন! ঘরে রাখুন কচ্ছপের এই মূর্তিগুলি

বাস্তুশাস্ত্রে উল্লেখ থাকা বিশ্বাসের দিকে নজর দিলে, লোকে প্রায়শই তাঁদের বাড়িতে ক্রিস্টাল, তামা, ধাতু, রুপো দিয়ে তৈরি একটি কাছিম রাখেন। 

কচ্ছপ সম্পর্কে একটি বিশ্বাস রয়েছে, বাড়িতে ধাতুর তৈরি কচ্ছপ রাখলে সেখানে অর্থের অভাব হয় না।

বাড়ি ছাড়াও অফিস বা দোকানে ধাতব কচ্ছপ রাখতে পারেন। এতে আপনার লাভ হবে দ্বিগুণ।

বাস্তু অনুসারে ধাতব কচ্ছপ রাখার সঠিক নিয়ম কী জানেন?

বাস্তুশাস্ত্র অনুসারে, শুধুমাত্র পূর্ণমা তিথিতে ঘরে ধাতব কচ্ছপ আনা শুভ। এই দিনে কচ্ছপকে কিছুক্ষণ কাঁচা দুধে ডুবিয়ে রাখুন।

অভিষেকের মুহূর্তে দুধে ডুবিয়ে রাখা কচ্ছপকে তুলে ভালো করে জল দিয়ে ধুয়ে নিন।

একটি পাত্রে জল নিয়ে তাতে কচ্ছপ রাখুন। কচ্ছপ জলজ প্রাণী। পাত্রটিকে উত্তর-পূর্ব দিকে মুখ করে রাখুন।

পাত্রটিকে উত্তর-পূর্ব দিকে মুখ করে রাখার পর ১১ বার 'ওম শ্রী কুরমায়া নমঃ' মন্ত্রটি জপ করুন।

কচ্ছপের মাথাটি এমন ভাবে রাখুন যাতে তাঁর মাথা বাড়ির ভিতরের দিকে মুখ করে থাকে।

বাস্তুশাস্ত্র অনুসারে, ঘরে কচ্ছপ রাখলে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায়। জীবনে চলমান সমস্ত সমস্যার অবসানও ঘটে।