Hindustan Times
Bangla

মধ্যপ্রদেশটা দিন-দিন বেড়েই যাচ্ছে? অতি সাধারণ কিছু নিয়ম মানলেই পাবেন উপকার।

বাস্তুসাস্ত্র মতে, বেশ কিছু উপায় রয়েছে যা অবলম্বন করলে সংসারে অযাচিত সমস্যা, বাধা দূর হয়ে আসে সুখ সমৃ্দ্ধি।

সংসারে সমৃদ্ধি ও বাস্তুদোষ দূর করার ক্ষেত্রে তুলসী গাছ খুবই উপকারি। এমনই বার্তা দিচ্ছে বাস্তুশাস্ত্র। 

তবে তুলসী গাছেই শুধু জল ঢালা নয়, তার সঙ্গে তুলসী গাছের মূলও ঘরের শ্রীবৃদ্ধি করে। 

বলা হচ্ছে, বাড়ির মূল দরজার সামনে তুলসীর শিকড় যদি টাঙিয়ে রাখা যায়, তাহলে বহু সমস্যা দূর হয়ে যায়।

বলা হচ্ছে, প্রতিদিনের স্নানের পর তুলসীর শিকড়ে যদি জল অর্পণ করা যায়, তাহলে দেবী লক্ষ্মী তুষ্ট হন, সংসার থেকে দারিদ্রতা যায় সরে। 

ব্যবসা-স্থল বা বাড়ি থেকে যদি নেতিবাচক কোনও শক্তিকে সরিয়ে ফেলতে চান, তাহলে তুলসীর শিকড়ের মালা সঙ্গে রাখুন।

ধন সম্পত্তি লাভে তুলসীর শিকড়কে রুপোয় মুড়ে লকেট করে পরতে পারেন। এমনই পরামর্শ বহু শাস্ত্রজ্ঞের।

যদি জীবনে পর পর দুর্ভাগ্য চলতে থাকে, তাহলে তা কাটিয়ে তুলতে প্রতিদিন স্নান করে তুলসী গাছের মাটি তিলক করে পরুন। কেটে যাবে বিপদ। বলছে শাস্ত্র।

মন অশান্ত থাকলে তুলসী গাছের মাটি কপালে লাগালে, উপকার পেতে পারেন। বলছে শাস্ত্র।

বাড়ির প্রবেশের মূল দরজায় তুলসীর শিকড় রাখলে তা দেবী লক্ষ্মীর কৃপা ধরে রাখে। 

এই তথ্য মান্যতা ধর্মী। এই প্রতিবেদনের সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা।