Hindustan Times
Bangla

বাড়ি পশ্চিমমুখী, জানেন তো কী কী বাস্তু টিপস ফলো করলেই সৌভাগ্য আসবে?

বাড়ি তৈরির সময় বাস্তুশাস্ত্রের দিকে বিশেষ নজর রাখতে হয়।

যেই বাড়ির মুখটা পশ্চিম দিকে, তাঁকে পশ্চিমমুখী বাড়ি বলে।

পশ্চিমমুখী বাড়ির জন্য রয়েছে বেশ কিছু বাস্তু টিপস-

পশ্চিমমুখী বাড়ির উত্তর-পশ্চিম কোণের বাড়ির সীমানা বা প্রাচীর উঁচু রাখুন।

পশ্চিমমুখী বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে প্রতিদিন একটি করে প্রদীপ জ্বালান। এতে ঘরের ইতিবাচক প্রভাব বজায় থাকবে।

পশ্চিমমুখী বাড়ির প্রধান দরজায় একটি কালো ঘোড়ার নল ঝুলিয়ে দিন।

বিশ্বাস করা হয়, পশ্চিমমুখী বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে অশোক গাছ লাগালে ঘরের সুখ শান্তি বজায় থাকে। এতে বাস্তুদোষের অবসান হয়।

উত্তর-পশ্চিম বাথরুম এবং দক্ষিণ-পশ্চিম দিকে বেডরুম থাকা শুভ বলে মনে করা হয়।

এই তথ্য শুধুমাত্র বিশ্বাস, ধর্মগ্রন্থ এবং বিভিন্ন মাধ্যমের উপর ভিত্তি করে। কোনও তথ্য বিশ্বাসের আগে উপযুক্ত বিশেষজ্ঞের পরামর্শ নিন।