Hindustan Times
Bangla

রান্নাঘরে কোনদিকে কোন জিনিস রাখা যায় তা নিয়ে বাস্তুমতে টিপস তো দেখেইছেন! তবে জানেন কি, রান্নাঘরে কিছু বাসন উল্টে রাখা শুভ নয়! এমনই বার্তা বাস্তুশাস্ত্রের।

দেখে নেওয়া যাক, রান্নাঘরে কোন কোন বাসন উল্টে রাখা শুভ নয়। বলা হয়, এগুলি উল্টে রাখলে তা বাড়িতে নেতিবাচক প্রভাব ফেলে।

রুটি তৈরির পর তাওয়া কখনওই উল্টো রাখা সঠিক নয়। এমনই বার্তা দিচ্ছে বাস্তুশাস্ত্রমত।

বাস্তু শাস্ত্র মতে বলা হচ্ছে, রান্নাঘরে কড়াই বা ননস্টিক প্যান উল্টে রাখাও শুভ নয়। 

এছাড়াও বাস্তু টিপস বলছে, কখনওই রান্নার পর কড়াইকে না মেজে রেখে দেবেন না। সামান্য হলেও তা জলে ধুয়ে রাখার পরামর্শ দিচ্ছেন বাস্তুশাস্ত্রবিদরা। 

বাস্তুশাস্ত্র মতে, রান্নাঘর অপরিষ্কার হলে তাতে রুষ্ট হন মা লক্ষ্মী। ফলে রান্নাঘর যেন খুব পরিচ্ছন্ন থাকে, সেদিকে রাখতে হবে খেয়াল।

বাস্তুশাস্ত্র অনুসারে, রান্নাঘরে পিতল, তামা, স্টিল, কাঁসার বাসন বাড়ির পশ্চিম দিকে রাখা শুভ মনে করা হয়।