Hindustan Times
Bangla

পারিবারিক অশান্তি জেরে জীবন একেবারে নাজেহাল? মুক্তি পেতে বাছুন এই বাস্তু টিপস। 

শাশুড়ি এবং বৌমার সম্পর্ক যেন টক ঝাল মিষ্টি। কখনও ভালো আবার কখনও খারাপ। আর এই খারাপটা কখনও কখনও অশান্তির চরম সীমায় পর্যন্ত পৌঁছে যেতে পারে। 

নিয়মিত যদি বাড়িতে অশান্তি হতে থাকে বাড়ির দুই মহিলার মধ্যে সেখানে কোনও ভাবেই আর শান্তি থাকে না। 

পারিবারিক এই ঝগড়া শিশুদের বেড়ে ওঠার জন্য ঠিক নয়। 

কখনও কখনও বাস্তুর কারণেও কিন্তু এমনটা হয়ে থাকে তাই জীবনে শান্তি ফেরাতে মেনে চলুন এই বাস্তু টিপসগুলো। 

রান্নাঘরের ক্যাবিনেটের রং কখনও কালো রাখবেন না। কালো রং নেতিবাচক এনার্জি ছড়ায়। এটা শরীর স্বাস্থ্যের উপরেও খারাপ প্রভাব ফেলে।

চন্দনের তৈরি কোনও মূর্তি ঘরে থেকে থাকলে এমন জায়গায় সেটাকে রাখুন যাতে সহজে সেটা সবার নজরে পড়ে। এতে ঝগড়া কম হয়। 

দুজনের শোয়ার ঘরেই লাল রঙের ফটো ফ্রেমের মধ্যে শাশুড়ি বউয়ের একটা ছবি বাঁধিয়ে রাখুন। এতে সম্পর্ক ভালো হয়। 

ঘরের উত্তর পূর্ব দিকে ডাস্টবিন রাখবেন না। এতে ঝগড়া, অশান্তি বাড়ে। উত্তর পূর্ব দিক সবসময় পরিষ্কার রাখবেন। 

কাঁটা গাছ সবসময় বাড়ির বাইরে রাখবেন। এই ধরনের গাছ ঘরে রাখলে সেটা নেগেটিভ এনার্জি আকর্ষণ করে।