Hindustan Times
Bangla

ডুরান্ড কাপে ডার্বির সাক্ষী ভিকি, যুবভারতীতে কেমন ম্যাচ উপভোগ করলেন বলি-তারকা

ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান ডার্বি দেখতে তিলোত্তমায় ভিকি কৌশল।

শনিবার বিকেলে কানায় কানায় ভরা যুবভারতী স্টেডিয়ামে বসে ডার্বির স্বাদ উপভোগ করলেন ভিকি।

ম্যাচের বিরতিতে সম্প্রচারকারী চ্যানেলে তিনি জানিয়েছেন,  'প্রথমবার ফুটবল মাঠে এলাম আমি। খুব সৌভাগ্যবান মনে হচ্ছে নিজেকে'। 

অভিনেতা আরও জানিয়েছেন, ' এর আগে কোনও ফুটবল ম্যাচ সরাসরি মাঠে বসে দেখিনি। এশিয়ার সবচেয়ে পুরনো টুর্নামেন্ট ডুরান্ড কাপ। বিশ্বের তৃতীয় সবচেয়ে পুরনো টুর্নামেন্ট। আমি রোমাঞ্চিত।'

ভিকি জানিয়েছেন, 'ডুরান্ড কাপের সঙ্গে জড়িত হয়েছি বলে আমার বাবা খুব খুশি। কলেজ জীবন থেকে উনি ডুরান্ড কাপ দেখেন। আমাকে বললেন, দারুণ গর্বের ব্যাপার। আমি সেনাবাহিনি থেকে আমন্ত্রণ পেয়ে ফেরাতে পারিনি।'

ডুরান্ড কমিটির আমন্ত্রণে কলকাতায় আসেন ভিকি। সেনাবাহিনীর পক্ষ থেকে তাঁকে আমন্ত্রণ জানানো হয়। ম্য়াচের আগে দুই দলের প্লেয়ারের সঙ্গে হাত মেলান। পরিচয় করে দুই দলের প্লেয়ারের সঙ্গে।