Hindustan Times
Bangla

স্নেক গার্ডেন: এই দেশের বাগানে চাষ করা হয় বিষাক্ত সাপ! কেন? দেখুন ভিডিয়ো

আপনি নিশ্চই নিজের চারপাশে আম, জাম, আপেল, কমলা, নানান ফল ও সবজির সবুজ বাগান দেখেছেন!

জানেন পৃথিবীতে রয়েছে বিষাক্ত সাপের বাগান। শুনে খানিকটা অবাক লাগলেও এটা সত্যি।

পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে বিষধর সাপের চাষ করা হয়।

ভিয়েতনামের ট্রাই ব়্যাং ডং ট্যাম নামক একটি জায়গায় রয়েছে বিষধর সাপের বাগান।

ভিয়েতনামের এই বাগানে ফল নয়, গাছের ডালে সাপ দেখা যায়।

একাধিক রিপোর্ট অনুযায়ী, এই বাগানে ৪০০-র বেশি প্রজাতির সাপের চাষ করা হয়। এগুলি অত্যন্ত বিষাক্ত সাপ।

একাধিক রিপোর্ট অনুযায়ী, এই বিষাক্ত সাপ থেকে ঔষধ তৈরি করা হয়। 

ভিয়েতনামের স্নেক গার্ডেনের এই ভিডিয়ো তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।