By Priyanka Bose
Published 13 Sep, 2023

Hindustan Times
Bangla

বলিউডে নামছেন বিকাশ স্যার, কোন সিনেমায় দেখা যাবে

UPSC প্রিপারেশনের জন্য একাধিক প্রতিষ্ঠান রয়েছে ভারতে। বহু শিক্ষক প্রাইভেট কোচিং করান। 

UPSC প্রিপারেশনের প্রতিষ্ঠানগুলির মধ্যে বড় নাম ডক্টর বিকাশ দিব্যকীর্তি। তাঁর মোটিভেশনাল ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়।

দৃষ্টি আইএএস-এর প্রতিষ্ঠাতা বিকাশ দিব্যকীর্তি তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব। এবার ছবিতেও অভিনয় করতে দেখা যাবে বিকাশ দিব্যকীর্তিকে।

পরিচালক বিধু বিনোদ চোপড়ার পরিচালিত ছবিতে অভিনয় করবেন বিকাশ দিব্যকীর্তি। ছবির নাম 'টুয়েলভথ ফেল'।

IPS মনোজ কুমার শর্মার লেখা 'টুয়েলভথ ফেল'- বইয়ের উপর ভিত্তি করে তৈরি হবে এই ছবি।

ছবিতে নিজের চরিত্রে দেখা যাবে বিকাশ দিব্যকীর্তিকে। এক সাক্ষাৎকারে নিজেই একথা জানিয়েছেন বিকাশ স্যার।

বিকাশ স্যার জানিয়েছেন, প্রথম থেকেই তিনি সিনেমায় অভিনয় এবং পরিচালনায় আগ্রহী ছিলেন। ছবির সংলাপও তিনি সম্পাদনা করেছেন।