Hindustan Times
Bangla

কীভাবে ভালোবাসা পেতে হয়? কী বলছেন বিকাশ দিব্যকীর্তি

UPSC প্রিপারেশনের জন্য একাধিক প্রতিষ্ঠান রয়েছে ভারতে। বহু শিক্ষক প্রাইভেট কোচিং করান। 

UPSC প্রিপারেশনের প্রতিষ্ঠানগুলির মধ্যে বড় নাম ডক্টর বিকাশ দিব্যকীর্তি। তাঁর মোটিভেশনাল ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়।

দৃষ্টি আইএএস-এর প্রতিষ্ঠাতা বিকাশ দিব্যকীর্তি তরুণদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়।

কীভাবে মানুষকে ভালোবাসতে হয়? বিকাশ দিব্যকীর্তির এই মোটিভেশনাল ভিডিয়ো সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

বিকাশ স্যারের বিশ্বাস, এমন মানুষকে ভালোবাসা উচিত যে আপনাকে ছাড়া আর কিছুই দাবি করে না। যার ভালোবাসা শর্তের ঊর্ধ্বে।

'কিন্তু এমন একটা কোণা খুঁজে রাখুন যে আপনি চাকরি পেয়েছেন কিনা টাকা পয়সা আছে কিনা তা দেখবে না'।

যদি কেউ আপনার প্রভাব-প্রতিপত্তি, টাকা-পয়সা ও মর্যাদা দেখে প্রেমে পড়ে তাহলে এই ধরণের মানুষকে ভালোবাসা থেকে বিরত থাকুন।

জীবনে সেই লোকেদের স্থান দিন যারা প্রতিটি পরিস্থিতিতে আপনাদের সঙ্গে থাকবে। আপনাদের ভালোবাসবে। বিকাশ স্যারের কথা, এমন মানুষ যারা পায় তারা সুখী জীবনযাপন করে।