Hindustan Times
Bangla

নীল চোখের সেই পাকিস্তানি চা বিক্রেতা এখন কী করছেন জানেন?

নীল চোখের সেই পাকিস্তানি চা ওয়ালাকে নিশ্চয়ই ভুলে যাননি। যিনি রাতারাতি ভাইরাল হয়েছিলেন ইন্টারনেট দুনিয়ায়। 

নাম তাঁর আরশাদ খান। আগে চা বিক্রি করলেও, ভাইরাল হওয়ার পর শুরু করেন মডেলিং। 

সেই সময় অনেক বড় বড় কোম্পানির কাছ থেকে মডেলিংয়ের অফার আসে আরশাদের কাছে। এমনকী আমেরিকার একটি সংস্থার হয়েও করেন মডেলিং। 

শুধু তাই নয়। মডেলিংয়ের পাশাপাশি নিজের দেশে খুলেছেন কিছু চায়ের ক্যাফেও। 

সম্প্রতি, পূর্ব লন্ডনের ইলফোর্ড লেনে একটি চা ক্যাফে খুলেছেন আরশাদ। 

এএনআই-কে এই প্রসঙ্গে আরশাদ বলেন, 'আমি আমার নতুন যাত্রার জন্য উন্মুখ হয়ে আছি। অনুগামীদের জন্য চা তৈরি করতে পারব ভেবেই আমার ভালো লাগছে।'

আরশাদ আরও বলেন, 'আমি লন্ডনে থাকা আমার ভক্তদের থেকে অনেক অনুরোধ পেয়েছিলাম। আমার প্রথম আন্তর্জাতিক ক্যাফে ইলফোর্ড লেনে খোলা হয়েছে।'

লন্ডনের ওই অংশটিকে বেছে নেওয়ার কারণ হিসেবে আরশাদ জানিয়েছেন, প্রচুর ভারতীয় ও পাকিস্তানির বাস সেখানে। তাই ওখানেই খোলেন নিজের নতুন ক্যাফে। 

আরশাদের পাকিস্তানে মোট তিনটি ক্যাফে রয়েছে।২টি লাহোরে এবং ১টি মুরিতে।