By Tulika Samadder
Published 24 Jul, 2023

Hindustan Times
Bangla

বিরাট কোহলির প্রাক্তন এই প্রেমিকার বিকিনি ছবি হটনেসে টক্কর দেয় বলি-নায়িকাদেরও!

২০১৭ সালে বিয়ে করেন বিরাট আর অনুষ্কা। তবে তার আগে বহু সুন্দরীর প্রেমে মজেছেন ভারতের প্রাক্তন ক্যাপ্টেন। 

ব্রাজিলিয়ান মডেল-অভিনেত্রী ইজাবেল লেইটের সঙ্গে নাম জড়িয়েছিল বিরাটের। 

অনেক মিডিয়া রিপোর্টেই দাবি করা হয়েছিল, বিরাট সম্পর্কে আছেন এই ব্রাজিলিয়ান সুন্দরীর সঙ্গে। 

২০১৪ সালে এই ইজাবেল যখন বিরাটকে ডেট করার কথা স্বীকার করে নেন, তখন পরিস্থিতি আরও জটিল হয়। 

ইজাবেল জানান, 'আমি বিরাটকে ২ বছর ডেট করেছি। পারস্পরিক সম্মতিতেই শেষ হয়েছে এই সম্পর্ক।'

ব্রাজিলের এই কন্যে কিন্তু পা রেখেছেন বলিউডেও। দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও তিনি বেশ পরিচিত নাম।  

ইজাবেল ২০১২ সালে 'তালাশ' ছবির মাধ্যমে বলিউডে ডেবিউ করেন। তবে সেভাবে পারেননি পায়ের তলার মাটি শক্ত করতে। 

ইজাবেল লাইটকে এরপর দেখা যায় ২০১৩ সালের সিনেমা 'সিক্সটিন' ও ২০১৪ সালে 'পুরানি জিন্স'-এ। একটাও চলেনি বক্স অফিসে। 

বর্তমানে এক সন্তানের মা ইজাবেল, যদিও তাঁকে দেখে তা বোঝা দায়। 

বিরাটের প্রাক্তনের কড়া নজর থাকে ফিটনেসে।