By Suman Roy
Published Mar 25, 2023
Hindustan Times
Bangla
৫০ বছর পরে ফিরছে ‘বিরুদ্ধ রাজ যোগ’, ৪ রাশি হাত ভরে উঠবে টাকায়
৫০ বছর পরে ফিরছে বিরল ‘বিরুদ্ধ রাজ যোগ’। ৪ রাশির লাভ আর অগ্রগতি হবে বিপুল।
৫০ বছর পরে ৪টি রাশির ক্ষেত্রে তৈরি হচ্ছে বিরুদ্ধ রাজ যোগ। এটি সম্পদ এবং অর্থের যোগ।
জেনে নিন, কোন চার রাশি এর ফলে উপকৃত হবে?
মেষ: এই রাশির বিরুদ্ধ রাজ যোগে ব্যাপক সুবিধা পাবে। হঠাৎ অর্থ পাওয়ার যোগ তৈরি হচ্ছে জাতকদের জন্য। কর্মস্থলে উন্নতিও হবে।
সিংহ: এই রাশির অধিপতি বুধ ও বৃহস্পতির সঙ্গে অষ্টম ঘরে বসে আছেন। তাই বাড়বে আত্মবিশ্বাস। আসবে চাকরির খবর।
তুলা: এই রাশির তৃতীয় ঘরের অধিপতি দেবগুরু তিনি ষষ্ঠ ঘরে অবস্থান করছেন। ফলে হাতে আসবে টাকা। ভ্রমণের সুযোগও পাবেন।
মকর: এই রাশির অষ্টম ঘরের অধিপতি তৃতীয় ঘরে প্রবেশ করেছেন। আটকে থাকা কাজ শেষ হবে। টাকাও আসবে হাতে।
আরও ওয়েব স্টোরিজের জন্য
ক্লিক করুন: