By Priyanka Bose
Published 13 Sep, 2023

Hindustan Times
Bangla

এবারও কি ১৭ সেপ্টেম্বর পড়েছে? জেনে নিন বিশ্বকর্মা পুজোর সময়

হিন্দু শাস্ত্র অনুযায়ী বলা যায়, বিশ্বকর্মা হলেন দেবতাদের শিল্পী। তিনি দেব শিল্পী নামেও পরিচিত। 

এই মাসেই শিল্পের দেবতা বিশ্বকর্মার পুজো। ছোট বড় মাঝারি সব রকম শিল্প প্রতিষ্ঠানে এই দেবতার পুজো হয়।

প্রতি বছর সাধারণত ১৭ সেপ্টেম্বরেই বিশ্বকর্মা পুজো হয়। এবারেও কি তাই হচ্ছে? কী বলছে পঞ্জিকা।

ভাদ্রমাসের সংক্রান্তির দিন বিশ্বকর্মার পুজো করা হয়। কলকারখানায় বেশ আড়ম্বরের সঙ্গে এই পুজোর আয়োজন হয়। অন্যান্য দেব-দেবীর মতোই মূর্তি গড়ে অথবা ঘটে-পটে বিশ্বকর্মার পুজো করার নিয়ম রয়েছে। 

এই বছর ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হচ্ছে না। বদলে এই বছর বিশ্বকর্মা পুজো হচ্ছে ১৮ সেপ্টেম্বর। বাংলায় ৩১ ভাদ্র, সোমবার। 

অমৃত যোগঃ সূর্যোদয় থেকে সকাল ৭ টা ৩ মিনিটের মধ্যে, সকাল ১০ টা ১৯ মিনিট থেকে ১১ঃ৪৭ মিনিটের মধ্যে, সন্ধ্যা ৬ টা ২৯ মিনিট থেকে রাত ৮ টা ৫০ মিনিটের মধ্যে, রাত ১১ টা ১০ মিনিট থেকে ২ টো ১৭ মিনিটের মধ্যে অমৃত যোগ রয়েছে।

এই তথ্য শুধুমাত্র বিশ্বাস, ধর্মগ্রহন্থ এবং বিভিন্ন মাধ্যমের উপর ভিত্তি করে। কোনও তথ্য গ্রহণ করার আগে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন।